ম্যাচা একটি গুঁড়ো সবুজ চা, অন্নান্য চায়ের তুলনায় ম্যাচা অনেক গুন্ বেশি পুষ্টি উপাদান সমৃদ্ধ ও উপকারী । গ্রীন টি আর সবুজ পাতাকে বিশেষ প্রক্রিয়ায় প্রসেস করা হয় বলে , এই চা তে পুরো পাতার উপাদান পুষ্টি থাকে ।
ম্যাচা চায়ে গ্রিন টি পান করা থেকে ১৩৭ গুণ বেশি ইসিজিজি পাওয়া যায়। ম্যাচা চা আপনার ডায়েটের অংশ বানানো আপনার অ্যান্টিঅক্সিডেন্ট গ্রহণের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে যা দেহের স্বাস্থ্যকর কোষকে ফ্রি র্যাডিক্যাল আক্রমণ এবং ক্ষতির বিরুদ্ধে রক্ষা করে ও ইমিউনিটি বাড়িয়ে দিতে পারে ।
?উপকারিতা:-
১. অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ ।
২. রিল্যাক্সেশন সরবরাহ করে ।
৩. ক্যান্সার প্রতিরোধ করে ।
৪. ওজন হ্রাস এ সাহায্য করে ।
৫. মেন্টাল এলার্টনেস বৃদ্ধি করে ।
৬. ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণ করে ।
৭. আপনার ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে ।
৮. হাইপারটেনশন নিয়ন্ত্রণ করে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করে ।
৯ . দেহটিকে ডিটক্সাইফাই করে এবং রেনাল ক্ষয় রোধ করে ।
১০. ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং ছত্রাকের সংক্রমণে লড়াই করে।
Description
Matcha tea
Green tea
Matcha powder
Cooking and baking
You can drink it or you can also add some honey, other flavors into it, and enjoy both Match and other flavors tastes. Enjoy the freshness of Matcha
you could drink the green tea as drinks, also you could make it for face massage, even you can also touch some green tea, and then add some general toothpaste after mixing them you could use it to brush your teeth
it not only has the good effect to your teeth,what 's more ,it makes your breath lasting fresh
It can used for making matcha latte, smoothie, matcha cake, hot matcha tea, ice matcha etc
In addition, in order to achieve beautiful skin , you can at least drink two cups of green tea powder in the morning and evening , now try your homemade green tea , this kind of can improve your skin quality, and can also remove acne, it is so simple,economic and effective